নিজস্ব সংবাদদাতা : ১৪টি নতুন মেডিকেল কলেজের জন্য ২১ হাজার কোটি টাকা বরাদ্দ করলো উত্তরপ্রদেশ সরকার। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ১৪টি জেলার জন্য নতুন মেডিকেল কলেজের ঘোষণার পর রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হল। ২০২২-২৩ অর্থবর্ষের বাজেটে, মেডিকেল শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে এবং নিজের রাজ্যে শিক্ষার্থীদের পড়াশোনার জন্য এই পদক্ষেপ করা হল।উত্তরপ্রদেশে প্রচুর সংখ্যক মেডিকেল প্রার্থী এবং ছাত্র রয়েছে যারা প্রতি বছর নিট মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় অংশ নেয়। রাজ্যে মেডিক্যাল কলেজ তৈরির ফলে ছাত্রছাত্রীদের মেডিসিন অনুশীলনের আরও সুযোগ তৈরি হবে বলে মনে করা হচ্ছে।