নিজস্ব সংবাদদাতা : রাহুল গান্ধী তার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের জন্য রাজনৈতিক ছাড়পত্র পাননি বলে দাবি করেছে এক সরকারি সূত্র।লন্ডনে ব্রিটিশ লেবার পার্টির নেতা ও সাংসদ জেরেমি করবিনের সঙ্গে কংগ্রেস এমপির বৈঠক নিয়ে বিতর্কের সূত্রপাত হওয়ার পর এই দাবি করা হয়। কংগ্রেস বৃহস্পতিবার বলেছে, রাজনৈতিক ছাড়পত্র পাওয়ার জন্য রাহুল গান্ধীর প্রয়োজন নেই। পার্টির মুখপাত্র এদিন প্রেসকে বলেছেন যে রাহুল গান্ধী এফসিআরএ-এর অনুমতি পেয়েছেন, তবে এই ধরনের সফরের জন্য তাঁর কোনও রাজনৈতিক অনুমোদনের প্রয়োজন নেই।