নিজস্ব সংবাদদাতাঃ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের পড়শি দেশ স্লোভাকিয়ায় রাষ্ট্রদূত বদল করতে চলেছেন আমেরিকা প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউরোপের ওই দেশে আমেরিকায় নয়া রাষ্ট্রদূত নিযুক্ত হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত কূটনীতিক গৌতম রানা। বুধবার রাতে হোয়াইট হাউস থেকে বিবৃতিতে একথা জানানো হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে নেটো জোটের সদস্য স্লোভাকিয়ার গুরুত্ব বেড়েছে। সেখানে ইতিমধ্যেই আমেরিকা-সহ নেটো সদস্য রাষ্ট্রগুলোর সেনা মোতায়েনেরও খবর এসেছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের এমন পদক্ষেপ ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছে সামরিক এবং কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।