রক্ত সঞ্চালনের পরে ৪ থ্যালাসেমিয়া আক্রান্তের শরীরে HIV-র জীবাণু, নাগপুরে শোরগোল

author-image
Harmeet
New Update
রক্ত সঞ্চালনের পরে ৪ থ্যালাসেমিয়া আক্রান্তের শরীরে HIV-র জীবাণু, নাগপুরে শোরগোল

 নিজস্ব সংবাদদাতাঃ থ্যালাসেমিয়া আক্রান্তের শরীরে এইচআইভি-র জীবাণু। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নাগপুরে। চারজন থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছেলেমেয়ে আচমকা অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে ভর্তি করা হলে পরীক্ষা করে জানা যায়, চারজনই HIV পজিটিভ। এদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। থ্যালাসেমিক ছেলেমেয়েদের একটা নির্দিষ্ট সময় অন্তর শরীরে রক্ত সঞ্চালন করতে হয়। সেখান থেকেই যে মারণ ব্যাথী এইচআইভি-র জীবাণু তাদের শরীরে এসেছে। তা বেশ বোঝা যাচ্ছে। এই গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ​