নিজস্ব সংবাদদাতা : কাগজবিহীন বাজেট পেশ করার সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাবের আপ সরকার। মুখ্যমন্ত্রী ভগবন্ত মান টুইটারে ঘোষণা করেছেন, ''পাঞ্জাবিদের জন্য একটি সুখবর। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এবার পাঞ্জাব সরকারের বাজেট হবে কাগজবিহীন।" এই পদক্ষেপটি ৩৪ টন কাগজ বাঁচানোর পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারের ২১ লক্ষ টাকা সাশ্রয় করবে বলে জানান মুখ্যমন্ত্রী। এর ফলে ৮১৪-৮৩৪ টি গাছ বাঁচাবে বলেও উল্লেখ করেছএন তিনি। কাগজনিহীন বাজেটকে ই-গভর্নেন্সের জন্য "অন্য" পদক্ষেপ হিসাবে বর্ণনা করেছেন মান।