রাম রাজ্য প্রতিষ্ঠিত হলে উর্দু ভাষা নিষিদ্ধ করার হুঁশিয়ারি

author-image
Harmeet
New Update
রাম রাজ্য প্রতিষ্ঠিত হলে উর্দু ভাষা নিষিদ্ধ করার হুঁশিয়ারি

নিজস্ব সংবাদদাতাঃ বিজেপি নেতার মন্তব্যকে ঘিরে অস্বস্তিতে গেরুয়া শিবির। তেলঙ্গানার বিজেপি প্রধান বান্দি সঞ্জয় কুমার দাবি করেন, 'যদি 'রাম রাজ্য' আসে, তাহলে আমরা উর্দু ভাষাকে পুরোপুরি নিষিদ্ধ করব। দেশে যেখানেই বোমা বিস্ফোরণ ঘটে, তার কারণ মাদ্রাসাগুলো জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্রে পরিণত হয়েছে। আমাদের তাদের চিহ্নিত করা উচিত'। তিনি আরও বলেন, 'যেখানেই মসজিদ প্রাঙ্গণ খনন করা হয়, সেখানেই শিবলিঙ্গ পাওয়া যায়।' তিনি এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসিকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, 'আমরা রাজ্যের সব মসজিদ খনন করব। যদি লাশগুলো উদ্ধার করা হয়ে থাকে, তাহলে আপনারা (মুসলমানরা) তা দাবি করেন। একই সময়ে, যদি আপনি শিবম (শিবলিঙ্গ) খুঁজে পান তবে এটি আমাদের হাতে তুলে দিন। আপনি কি এটা মেনে নেবেন?' ​