নিজস্ব সংবাদদাতাঃ সম্প্রতি মানালির একটা ভিড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চিত বিষয় হয়ে উঠেছিল। এরপর মানালি সরকার কঠোর পদক্ষেপ নিয়েছে পর্যটকদের জন্য। কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে প্রতি পর্যটকের জন্য থাকছে কড়া নিয়ম।কুলুর এসপি গুরুদেব শর্মা এরমধ্যেই পর্যটকদের মধ্যে সচেতনতা তৈরি করতে তৎপর হয়েছেন। তিনি বলেছেন মাস্ক না পরার জন্য শুধু শাস্তিই নয়, জরিমানা দিতে হবে ৫০০০টাকা এবং ৮দিনের জেলও হতে পারে। তিনি জনান, গত ৭-৮দিনে পুলিশ ৩০০টাকার চালান কেটে মোট ৩লাখ টাকা সংগ্রহ করেছে। তাই এইবার নিয়ম আরও কঠিন হল।