মেদিনীপুর সদরে অবৈধ ভাবে গাছ কাটায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে তল্লাশি

author-image
Harmeet
New Update
মেদিনীপুর সদরে অবৈধ ভাবে গাছ কাটায় গ্রেফতার এক, বাকিদের খোঁজে তল্লাশি

দিগ্বিজয় মাহালিঃ গড়বেতার পর অবৈধ ভাবে গাছ কেটে পাচারের অভিযোগ ওঠে মেদিনীপুর সদর ব্লকের লোহাটিকরিতে। ওই ঘটনায় মঙ্গলবার রাতে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃত ব্যক্তির নাম জয়ন্ত কোটাল। বুধবার তাকে মেদিনীপুর আদালতে তোলা হয়। দিনকয়েক আগে কনকাবতী গ্রাম পঞ্চায়েতের লোহাটিকরিতে পঞ্চায়েতের কাজু বাগান থেকে বেশ কিছু নিম, বনশিরীষ ও কাজু গাছ রাতের অন্ধকারে কেটে ফেলা হয়। তবে তা পাচারের আগেই উদ্ধার করে গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনা জানতে পেরে থানাতে অভিযোগ জানিয়েছিল কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েত উপপ্রধান বিশ্বজিৎ কর্মকার। গাছগুলি উদ্ধার করে তদন্তে নামে গুড়গুড়িপাল থানার পুলিশ। তারপর ওই এলাকা ঘুরে গিয়েছেন জেলা পুলিশের আধিকারিকরাও। গড়বেতায় গাছ কাটার ঘটনায় পুলিশ সময়মত কাজ করতে পারেনি বলে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার কোনোরকম সময় নষ্ট না করেই দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় জয়ন্ত ছাড়া আরও কয়েকজন জড়িত রয়েছে।  তাদেরও খোঁজ চালাচ্ছে পুলিশ। বুধবার ধৃত ব্যক্তিকে আদালতে তোলা হলে সেখানে ধৃতকে ১৪ দিন নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে পুলিশ। বিচারক ৬ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। তবে এখনও অধরা মূল অভিযুক্ত। সূত্রের খবর, জয়ন্ত পুলিশকে জানিয়েছে সে কাঠুরিয়া হিসাবে বেতন নিয়ে গাছগুলি কেটেছে। তাকে কেউ নির্দেশ দিয়েছিল গাছগুলি কাটতে। তবে যে বা যারা নির্দেশ দিয়েছিল তাদের খোঁজে জোর তল্লাশি শুরু করেছে পুলিশ।