১৮ টি রাজ্যের ২০০ প্রতিনিধি নিয়ে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে শুরু রাষ্ট্রীয় একতা শিবির

author-image
Harmeet
New Update
১৮ টি রাজ্যের ২০০ প্রতিনিধি নিয়ে রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে শুরু রাষ্ট্রীয় একতা শিবির

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ মেদিনীপুরে অবস্থিত রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ে বুধবার থেকে শুরু হল জাতীয় সেবা প্রকল্প রাষ্ট্রীয় একতা শিবির। ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, NSS-এর কলাকাতার রিজিওনাল ডাইরেকটোরেট ও রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (স্বশাসিত)-এর যৌথ উদ্যোগে আয়োজিত সাতদিনের এই আবাসিক জাতীয় সেবা প্রকল্পের রাষ্ট্রীয় একতা শিবিরে পশ্চিমবঙ্গ সহ ভারতের আঠারোটি রাজ্যের ২০০ জন স্বেচ্ছাসেবক ছাত্র-ছাত্রী, অধ্যাপক-অধ্যাপিকা ও আধিকারিকরা যোগ দেবেন।

উল্লেখ্য, ভারতের স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষ্যে এবারের শিবিরের মূল থিম '‌আজাদি কা অমৃত মহোৎসব'‌। বুধবার বিকেলে এই শিবিরের উদ্বোধন করবেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিবাজী প্রতিম বসু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক ডাঃ রশ্মি কোমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলার পুলিশ সুপার দীনেশ কুমার।