গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদাতার ভূমিকায় চন্দ্রকোনা থানার উর্দিধারীরা

author-image
Harmeet
New Update
গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে রক্তদাতার ভূমিকায় চন্দ্রকোনা থানার উর্দিধারীরা

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনাঃ 'ফুটবে হাঁসি বাঁচবে প্রান,করলে তুমি রক্তদান' একে মূলমন্ত্র করে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উৎসর্গ ব্যানারে চন্দ্রকোনা থানার ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়,যেখানে রক্তদাতার ভূমিকায় খোদ উর্দিধারীরা। বুধবার চন্দ্রকোনা থানা চত্বরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় চন্দ্রকোনা থানার পক্ষ থেকে। যেখানে রক্তদান করেন থানার সিভিক ভলেন্টিয়ার থেকে পুলিশ কর্মীরা। পুলিশের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে ১০০ জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায়। শিবিরে উপস্থিত ছিলেন চন্দ্রকোনা সার্কেলের সিআই দেবাশীষ ঘোষ, চন্দ্রকোনা থানার ওসি রবী স্বর্ণকার সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। গ্রীষ্মকালে ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের সংকট দেখা দেয়, এর জেরে সমস্যায় পড়তে হয় বিভিন্ন মুমূর্ষু রোগীদের। এসময় ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্তের চাহিদা পূরণে পুলিশের এই উদ্যোগ বলে জানা যায়।