নিজস্ব সংবাদদাতাঃ জ্ঞানবাপী মসজিদ মামলা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি। এই মসজিদ মামলা নিয়ে জেন বিতর্ক থামতেই চাইছে না।দেওয়ানি আদালত থেকে এই মামলা সরল বারাণসীর ফাস্ট ট্র্যাক কোর্টে। যদিও ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক না থাকায় আগামী ৩০ মে এ বিষয়ে শুনানি হবে। জ্ঞানবাপি মসজিদ চত্বরে মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে একটি নতুন আবেদন আজ দেওয়ানি বিচারকের আদালত থেকে বারাণসীর একটি ফাস্ট ট্র্যাক আদালতে স্থানান্তরিত করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৩০মে এই আবেদন গ্রহণ করবেন ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক। মঙ্গলবার দেওয়ানি বিচারক রবি কুমার দিবাকরের আদালতে বিশ্ব বৈদিক সনাতন সংঘের পক্ষ থেকে দায়ের করা পিটিশনে হিন্দুদের মসজিদ চত্বরে পাওয়া "শিবলিঙ্গ" উপাসনার অনুমতিও চাওয়া হয়েছিল।
দেওয়ানি বিচারক রবি কুমার দিবাকর, যিনি আজ বিশ্ব বৈদিক সনাতন সংঘের আবেদন গ্রহণ করেছেন, তিনিও জ্ঞানবাপি মসজিদ মামলার শুনানি করেন।