স্পাইসজেট বিমানে ‘র‌্যানসমওয়্যার’ হামলা,সমস্যায় যাত্রীরা

author-image
Harmeet
New Update
স্পাইসজেট বিমানে ‘র‌্যানসমওয়্যার’ হামলা,সমস্যায় যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি -সারা দেশ জুড়ে স্পাইসজেট এয়ারলাইন সংস্থার পরিষেবায় বেশ কিছু বিভ্রাট লক্ষ্য করা যায়, মঙ্গলবার রাতে স্পাইসজেট সিস্টেমগুলি একটি র‌্যানসমওয়্যার আক্রমণের মুখোমুখি হয়েছে বলে জানায় সেই সংস্থার এয়ারলাইনটি। বুধবার সকাল থেকেই স্পাইসজেটের একাধিক বিমান ছাড়তে বিলম্ব হয়।এতে সমস্যায় পড়েন বহু যাত্রী। প্লেনের মধ্যে একটানা বসে থাকতে থাকতে বিরক্ত যাত্রীরা ক্ষোভ উগরে দেন নেটমাধ্যমে। এবং হইচই শুরু হতেই নড়েচড়ে বসে বিমান সংস্থা, জারি করে বিবৃতি। তাতে দাবি করা হয়, একটি ‘র‌্যানসমওয়্যার’ হামলার চেষ্টা হয়েছিল।তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।বিমান সংস্থাটি তাদের বিবৃতিতে দাবি করে,‘স্পাইসজেটের কিছু প্রক্রিয়ায় গতকাল রাতে ‘র‌্যানসমওয়্যার’ হামলার প্রচেষ্টা হয়েছিল। তার জেরে আজ সকালে উড়ান পরিষেবা প্রভাবিত হয়। আমাদের তথ্যপ্রযুক্তি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। এখন সব স্বাভাবিক।’