নিজস্ব সংবাদদাতাঃ শোনা যাচ্ছে, আরজেডি দলের বাহুবলীর প্রাক্তন সাংসদ শাহাবুদ্দিনের বেগম হিনা রাজ্যসভায় শাহিবকে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে দলের কাছে বাবা সিদ্দিকির নাম সমর্থন করেছিলেন। আরজেডি নেতা লালু প্রসাদ যাদব, তেজস্বী যাদব, মিসা ভারতী, হেমা যাদবের নামে রেল কেলেঙ্কারি এবং অন্যান্য মামলা রয়েছে।