নিজস্ব প্রতিনিধি -কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১লা জুন অক্ষয় কুমারের 'পৃথ্বীরাজ'-এর স্ক্রিনিংয়ে উপস্থিত হবেন,ছবিটিতে মুলত শেষ হিন্দু রাজা,সম্রাট পৃথ্বীরাজ চৌহানের জীবন এবং তার সাহসিকতার পরিচয় পাওয়া যায়, ছবিটির পরিচালক চন্দ্রপ্রকাশ দ্বিবেদী মঙ্গলবার শাহ-র উপস্থিতির কথা জানিয়েছেন।দ্বিবেদী বলেন, "এটা আমাদের সম্মান যে আমাদের দেশের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রী অমিত শাহ জি ভারতমাতার অন্যতম সাহসী পুত্র, সম্রাট পৃথ্বীরাজ চৌহানের গৌরবময় জীবনের মহাকাব্যের সাক্ষী হতে চলেছেন, যিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন।"