ফের ভুয়ো কল সেন্টারএর পর্দা ফাঁস কলকাতায়

author-image
Harmeet
New Update
ফের ভুয়ো কল সেন্টারএর পর্দা ফাঁস কলকাতায়

​নিজস্ব সংবাদদাতাঃফের কলকাতায় কল সেন্টারের আড়ালে প্রতারণার পর্দাফাঁস। সিআইডি-র জালে চক্রের পাণ্ডা-সহ ১২ জন। শহরে কল সেন্টারের নামে প্রতারণার কারবার চালানোর অভিযোগ পেয়ে তদন্তে নামে সিআইডি। রাজারহাটের একটি বহুতলে অভিযান চালায়। সিআইডির দাবি, নামি সংস্থা থেকে কম সুদে ঋণ পাইয়ে দেওয়ার নামে গ্রাহকদের ফোন করে টোপ দেওয়া হত। এভাবে বেশ কয়েকজনকে প্রতারণা করা হয় বলে অভিযোগ। তদন্তে নেমে চক্রের চার পাণ্ডা-সহ ১২ জনকে গ্রেফতার করে সিআইডি। বাজেয়াপ্ত করা হয়েছে ৪০টি মোবাইল ফোন ও বেশ কিছু নথি।