একদিনে ২৭ শতাংশ বাড়ল দেশের করোনা সংক্রমণ, প্রাণ হারালেন ১৭ জন

author-image
Harmeet
New Update
একদিনে ২৭ শতাংশ বাড়ল দেশের করোনা সংক্রমণ, প্রাণ হারালেন ১৭ জন

 নিজস্ব সংবাদদাতাঃ দু’বছরেরও বেশি সময় ধরে দাপট দেখিয়ে চলেছে করোনা ভাইরাস। তারই মধ্যে আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে মাঙ্কিপক্স।বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২,১২৪ জন। যা গতকালের তুলনায় প্রায় ২৭ শতাংশ বেশি। এর মধ্যে রাজধানী দিল্লিতে আক্রান্ত ৪১৮ জন। প্রাণ হারিয়েছেন দু’জন। স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন। দেশে এখনও পর্যন্ত কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২৪ হাজার ৫০৭। বর্তমানে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে হয়েছে ১৪ হাজার ৯৭১। গোটা দেশে অ্যাকটিভ কেসের হার আপাতত ০.০৩ শতাংশ। সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।