সাশ্রয় করতে গুজরাতে পেট্রোল কেনার ভিড়

author-image
Harmeet
New Update
সাশ্রয় করতে গুজরাতে পেট্রোল কেনার ভিড়

নিজস্ব সংবাদদাতা : টাকা বাঁচাতে ২ কিলোমিটার দূরে গিয়ে কিনতে হচ্ছে পেট্রোল। মহারাষ্ট্রের সীমান্ত এলাকার বাসিন্দারা ২ কিলোমিটার পথ অতিক্রম করে সস্তায় পেট্রোল পেতে গুজরাতে যাচ্ছেন। ভালসাদের একজন পাম্প মালিক বলেছেন, "মহারাষ্ট্র সীমান্ত এখান থেকে ২ কিলোমিটার দূরে। লোকেরা আমাদের পাম্প থেকে জ্বালানি কেনে কারণ পেট্রোলে লিটার পিছু ১৪ টাকা এবং ডিজেলে লিটার পিছু ৩.৫ টাকা পার্থক্য রয়েছে।" মহারাষ্ট্রের একজন গ্রাহকের কথায়, আমি আমার কাজের জন্য প্রতিদিন গুজরাট-মহারাষ্ট্র সীমান্ত অতিক্রম করি এবং আমি সাধারণত এই পাম্প থেকে জ্বালানি ক্রয় করি। এইভাবে আমরা প্রতি লিটার পেট্রোলে প্রায় ১৪ টাকা সাশ্রয় করি এবং প্রতি মাসে প্রায় ৩০০০ টাকা সাশ্রয় হয়।"