পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোশাক পুড়িয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

author-image
New Update
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোশাক পুড়িয়ে অভিনব প্রতিবাদ তৃণমূলের

রাহুল পাসোয়ান, আসানসোল: কুলটি বিধানসভার ডুবুড়ি চেকপোস্ট-এর দুই নম্বর জাতীয় সড়কের পাশেই পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব প্রতিবাদ তৃণমূল যুব কংগ্রেস।

রাজ্য যুব নেতা বিশ্বজিৎ চ্যাটার্জির নেতৃত্বে তৃণমূলের বহু কর্মী সমর্থক বাইক কল্যানেশ্বরি মোড় থেকে ডুবুড়ি মোড় পর্যন্ত হাঁটিয়ে নিয়ে আসে এবং পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কটাক্ষ করে নিজের পরণের জামা পুড়িয়ে অভিনব বিক্ষোভ সমাবেশ করেন। বিশ্বজিৎ চ্যাটার্জি বলেন, আমাদের দেশে পেট্রোল ১০০ পার ডিজেল ১০০ ছুঁই ছুঁই। গ্যাসের দাম ৯০০ পার করেছে। আমাদের সমস্ত বাইকগুলিতে তেল ভরার টাকা নেই, তাই সেগুলি বিক্রি করা ছাড়া উপায় নেই। এছাড়া পরনের পোশাক পোড়ানো হল কারন এখন যা দিন এসেছে এতে মনে হচ্ছে এবার রান্নার গ্যাস ছেড়ে পরনের পোশাক খুলে সেই পোশাক পুড়িয়ে রান্না করতে হবে।