নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : মঙ্গলবার অন্ডাল ও লাউদোহা থানার উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবির। অন্ডাল থানার শিবিরটি এদিন হয় অন্ডাল মোড় সংলগ্ন একটি বেসরকারি ভবনে। শিবিরে রক্ত দান করেন ৫০ জন। সংগৃহীত রক্ত দেওয়া হয় আসানসোল জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে। অন্যদিকে, লাউদোহা থানা চত্বরে রক্তদান শিবিরে রক্তদান করেন ২৫ জন। সংগৃহীত রক্ত দান করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কে। রক্তদান শিবিরের পাশাপাশি এদিন লাউদোহা থানায় উদযাপন করা হয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। দুটি অনুষ্ঠানেই সংশ্লিষ্ট থানার আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর এসিপি ওমর আলী মোল্লা,ডিসি অভিষেক গুপ্তা, সার্কেল ইন্সপেক্টর পিন্টু সাহা সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। রক্তদাতাদের এদিন পুলিশের পক্ষ থেকে শংসাপত্র ছাড়াও একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।