নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবককে পেশ করা হল দুর্গাপুর মহকুমা আদালতে

author-image
Harmeet
New Update
নাবালিকাকে অপহরণের অভিযোগে গ্রেফতার যুবককে পেশ করা হল দুর্গাপুর মহকুমা আদালতে

হরি ঘোষ, দুর্গাপুর : মহারাষ্ট্র পুলিশ নাবালিকাকে অপহরণ করার দায়ে দুর্গাপুরের অণ্ডাল থানা এলাকার এক যুবককে গ্রেফতার করে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করল। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরাজ ভগত। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। এদিন তাকে মহকুমা আদালতের বিচারক চার দিনের ট্রানজিট পুলিশি হেফাজতের নির্দেশ দেন। নির্দেশ মত মহারাষ্ট্র পুলিশ ঘটনার তদন্তের স্বার্থে সুরাজ ভগতকে মহারাষ্ট্র নিয়ে যায়। পুলিশ অপহত নাবালিকা'কে উদ্ধার করে নিয়ে যায়।


 মহারাষ্ট্র পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অণ্ডাল থানার উখড়া এলাকার বাসিন্দা সুরাজ ভগত কর্ম সূত্রে কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে থাকতেন। তার সাথে সোশ্যাল মিডিয়ায় মহারাষ্ট্রের বিড জেলার বছর ১৬-র এক নাবালিকার পরিচয় হয়। চলতি বছরের ১৪ জানুয়ারি ওই নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবারের লোকজন। বিড থানার পুলিশ অভিযোগ পাওয়া মাত্র ঘটনার তদন্ত শুরু করে। অভিযুক্তের মোবাইল ফোন সুইচ অফ থাকায় তদন্তে প্রায় ৪ মাস কোনও সাফল্য পায়নি পুলিশ। অভিযুক্তের মোবাইল নম্বর চলতি মাসের ১৮ তারিখ অন হতেই মহারাষ্ট্র পুলিশ মোবাইল ফোন ট্র্যাক করে অণ্ডাল থানার উখড়া এলাকার ঠিকানা পেয়ে যায়। বিড থানার পুলিশ আধিকারিক রাজেন্দ্র বানকর ও সুনীল আলগেড সহ ৫ জনের একটি টিম সোমবার অভিযুক্ত সুরাজ ভগতের বাড়িতে হানা দেয়। সুরাজের বাড়ি থেকে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সুরাজকে গ্রেফতার করা হয়।ধৃত সুরাজ ভগতের ভাই অরুণ ভগত জানান, 'দাদর সাথে নাবালিকার প্রণয়নের সম্পর্ক ছিলো। তারা বিয়ে করেছে। অপহরণের মিথ্যা মামলায় দাদাকে গ্রেফতার করা হয়েছে।'