নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কার মতোই দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান। এমনটাই দাবি করেছে বিশিষ্ট মহল। জানা গিয়েছে, পাকিস্তানের উপর ঋণের বোঝা বাড়ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শূন্য হয়ে যাচ্ছে। ২০১৭ সালের ডিসেম্বরে পাকিস্তান সরকার ৫.৬২৫ শতাংশ সুদে ১ বিলিয়ন ডলারের পাকিস্তান সুকুক বন্ড বিক্রি করেছিল, কিন্তু এখন এই ধরনের বন্ডে সুদ বেড়ে হয়েছে ২৭ শতাংশ। অর্থাৎ পাকিস্তান দ্রুত দেউলিয়া হওয়ার পথে। এক আন্তর্জাতিক রিপোর্ট বলছে, গত দুই সপ্তাহে পাকিস্তানের খেলাপি হওয়ার ঝুঁকি দ্রুত বেড়েছে। স্টেট ব্যাংক অব পাকিস্তান (এসবিপি) জানিয়েছে, ২০২২ সালের জুনের শেষ পর্যন্ত পাকিস্তানের কাছে ৪.৮৮৯ বিলিয়ন ডলার পাওনা রয়েছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটও বাড়ছে। ধারণা করা হচ্ছে, জুনের শেষ নাগাদ পাকিস্তানের চলতি হিসাবের ঘাটতি দাঁড়াবে ৩০০ কোটি ডলার।