নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব পদত্যাগ করার পর থেকে রাজ্য রাজনীতিতে বেশ জল্পনা-কল্পনা শুরু হয়েছে, বিভিন্ন বিরোধী দলেরা দাবি তুলেছে এবং জানতে চেয়েছে তার পিছনে কি কারণ রয়েছে। আজ এক বৈঠকে ত্রিপুরার তৃণমূল কংগ্রেসের নেতা সুবল ভৌমিক বলেন, "মুখ্যমন্ত্রী কোন দলের হয়না মুখ্যমন্ত্রী হয় রাজ্যেবাসীর, সুতরাং রাজ্যবাসী জানতে চায় কি কারনে একজন মুখ্যমন্ত্রীকে হঠাৎ করে পদত্যাগ করতে হলো",সেই সঙ্গে তিনি যোগ করে বলেন, "আমরা আজ থেকে দেড় বছর আগে দেখেছি ওনার(বিপ্লব কুমার দেব) দলের কর্মী সমর্থকরাই আওয়াজ তুলেছিলেন বিপ্লব হাটাও রাজ্য বাঁচাও, তখনো কিন্তু বিপ্লব বাবুকে পদ থেকে সরানো হয়নি।এখন হঠাৎ কি হল যে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হলো? রাজ্যবাসী সেটাই জানতে চায়, এবং এটা একটা ধোঁয়াশায় পরিণত হয়েছে, আমরা চাই রাজ্যবাসীর কাছে এই কথাটা পরিষ্কার করুক কারণ ভারতীয় জনতা পার্টির এই দায়বদ্ধতা আছে। কারণ মুখ্যমন্ত্রী হঠাৎ করে পরিবর্তন করা যায় না।"সেই সঙ্গে সব শেষে তিনি যোগ করে ফের বিজেপিকে নিশানায় নেন এবং বলেন, "রাজ্যটাকে প্রায় মরুভূমিতে পরিণত করেছে।"