আসানসোল ইএসআই হাসপাতালে নতুন ইউনিটের উদ্বোধনে শ্রমমন্ত্রী

author-image
Harmeet
New Update
আসানসোল ইএসআই হাসপাতালে নতুন ইউনিটের উদ্বোধনে শ্রমমন্ত্রী

রাহুল পাসওয়ান, আসানসোল : আসানসোল ইএসআই হাসপাতালে আইসিসিইউ, লিকুইড অক্সিজেন প্লান্ট, সিটি স্ক্যান ইউনিট সহ আরো একটি ইউনিট চালু করা হল। উপস্থিত ছিলেন রাজ্যের শ্রমদফতরের মন্ত্রী বেচারাম মান্না, দফতরের সচিব, পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস অরুন প্রসাদ, সিএম ও এইচ মহম্মদ ইউনুস,আসানসোল পুরসভার কাউন্সিলার শ্রাবনি মন্ডল, উৎপল সিনহা, সিটি কেবলের কর্ণধার জয়দীপ মুখার্জি সহ আসানসোলের বিশিষ্ট ব্যক্তিবর্গ।এদিন এই ইউনিট গুলোর উদ্বোধন করে মন্ত্রী বেচারাম মান্না বলেন, 'এগুলো চালু করা হল, এতে সমস্ত শ্রমিক পরিবারগুলো সুবিধা পাবে। আগামী দিনে পিপিপি মডেলে এই সিটি স্ক্যান মেশিন ব্যবহার করতে পারব।লিকুইড অক্সিজেন প্লান্ট থাকার ফলে আর অক্সিজেন এর ঘাটতি হবে না। এখন রাজ্যে চারটি ইএস আই হাসপাতালে এগুলো চালু করা হবে'।পাশাপাশি, কেন্দ্রীয় সরকার পুরনির্বাচনের আগে পাটের দাম নিয়ে রাজনৈতিক তাস খেলেছিল বলে অভিযোগ করেন তিনি ।​