দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : বঙ্গে এবার আগাম বর্ষার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আর বর্ষা মানেই ঘাটালের সেই চেনা ছবি, বন্যা। বন্যায় পারাপারে একমাত্র ভরসা নৌকো। জোরকদমে সেই নৌকো সাড়াইয়ের কাজ চলছে ঘাটালজুড়ে।পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বন্যাপ্রবন এলাকা। বর্ষা আসলেই ঘাটালের বন্যা পরিস্থিতি কতটা ভয়াবহ হয়, কারও কাছে তা অজানা নয়। একবার বন্যার কবলে পড়লে তার ভোগান্তি টানা ৭-৮ দিন পর্যন্ত চলে। পৌর এলাকা থেকে ব্লকের অধিকাংশ গ্রাম পঞ্চায়েত জলবন্দি হয়ে পড়ে আর এই সময় ঘাটালের মানুষের পারাপারের একমাত্র ভরসা হয়ে উঠে নৌকো, সে নদী পারাপার হোক বা বাড়ি থেকে প্রয়োজনে অন্যত্র যাতায়াত। ইতিমধ্যে আবহাওয়া দফতরের তরফে এবছর আগাম বর্ষার পূর্বাভাস মিলেছে। বর্ষা ঢোকার আগে ঘাটালের বিভিন্ন জায়গায় এখন দিনরাত এক করে তাই চলছে নৌকো সাড়াইয়ের কাজ। আর এই মরসুমে ভিন জেলা থেকে ঘাটালের বিভিন্ন প্রান্তে ঘাঁটি গেড়েছে নৌকো সাড়াইয়ের কারিগররা।মূলত তাদের দিয়েই নৌকোর মালিকরা যে যার নৌকো সারাই নতুন করে ঝালিয়ে নিচ্ছে। এমনই ছবি ধরা পড়ল ঘাটাল ব্লকের মনসুকা এলাকায় ঝুমি নদীর বক্ষে। নদীতে এখন জল কম তাই নদীবক্ষে রীতিমতো তাবু খাটিয়ে চলছে নৌকো সাড়াইয়ের কাজ।