নিজস্ব সংবাদদাতা : চার ধাম যাত্রা শুরু হতে ঢল নেমেছে তীর্থযাত্রীদের। তবে এবছর এক তীর্থযাত্রীর সঙ্গে দেখা গেল তার পোষ্যকেও। নয়ডার বাসিন্দা রোহিত ত্যাগীর সব সফরের মতো কেদারনাথ সফরেও সঙ্গী হল তার পোষা কুকুর নবাব। আর এ নিয়েই শুরু হয়েছে বিতর্ক।ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে ওই ব্যক্তির বিরুদ্ধে দায়ের হল মামলা।
ইনস্টাগ্রামে হাস্কিইন্ডিয়াও নামে একটি প্রোফাইল রয়েছে কুকুরটির। আর সেখানে পোস্ট করা হয়েছে কেদারনাথ সফরের নানা ভিডিও, যেখানে নন্দীর মূর্তিও স্পর্শ করতে দেখা গিয়েছে তাকে। এর এরপরই আটক করা হয় রোহিতকে। শ্রী বদ্রীনাথ-কেদারনাথ মন্দির কমিটির অভিযোগের ভিত্তিতে এই বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে। এহেন আচরণে ত্যাগী বলেছেন, "মানুষ এত তিক্ত হতে পারে না যে তারা এমন একটি প্রাণীকে রেহাই দেয় না যে এমনকি নিজেকে রক্ষা করতে পারে না।" তার প্রশ্ন, কেউ সন্তানকে বাড়িতে রেখে বেড়াতে যায় না। তার পোষ্যটিও তার কাছে সন্তানের সমান। তাহলে কী করে তাকে একা ছেড়ে যাবেন? রোহিত এও বলেন যে কেদারনাথে নবাবকে দেখে সকলে অবাক হয়ে গিয়েছিলেন। সবাই ওর দিকে তাকিয়েছিল। নবাব ভালোবাসা ও আশীর্বাদে সমৃদ্ধ।