নিজস্ব সংবাদদাতাঃ আর কয়েক দিন বাদেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল। সেই ওয়ানডে সিরিজের কথা মাথায় রেখেই ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে পাকিস্তানের যে দল খেলেছিল, সেই দল থেকে বাদ পড়েছেন পাঁচ জন ক্রিকেটার। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ৮ জুন। পরবর্তী দু'টি ওয়ানডে ম্যাচ হবে ১০ ও ১২ জুন। সবগুলো ম্যাচ খেলা হবে রাওয়ালপিন্ডিতে। ম্যাচগুলো শুরু হবে ভারতীয় সময় বিকাল সাড়ে তিনটে থেকে।
একনজরে পাকিস্তান স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান(সহ-অধিনায়ক), আব্দুল্লাহ শফিক, ফখর জামান, হ্যারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাম-উল-হক, খুশদিল শাহ,মহম্মদ হারিস (উইকেটরক্ষক), মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মহম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি এবং জাহিদ মাহমুদ।