তুমুল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড ধূপগুড়ি

author-image
Harmeet
New Update
তুমুল ঝড়ের দাপটে লণ্ডভণ্ড ধূপগুড়ি

নিজস্ব সংবাদদাতাঃ  সোমবার ঘণ্টাখানেকের ঝড়। তছনছ করে দিল জলপাইগুড়ির ধূপগুড়ি-সহ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গা। সোমবার সন্ধ্যায় এক ঘণ্টার কালবৈশাখীতে ধূপগুড়ির বিস্তীর্ণ এলাকায় শতাধিক গাছ ভেঙে পড়ে। বিদ্যুৎহীন হয়ে পড়ে বহু এলাকা। মূলত ধূপগুড়ি ব্লকের মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েত, সাঁকোয়াঝোড়া-১ গ্ৰাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি ধূপগুড়ি-নাথুয়া রাজ্য সড়কের উপর গাছ পড়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। ধূপগুড়ি থেকে নাথুয়াগামী রাজ্য সড়কে কালিরহাট এলাকায় বেশ কয়েকটি গাছ রাস্তার উপরে পড়ে যাওয়ায় রাস্তা বন্ধ হয়ে পড়ে। ঝড়ের পর থেকে মাগুরমারি-১ গ্রাম পঞ্চায়েতের পাইকারপাড়া, ঘোষ পাড়া, বোসের ডাঙা এলাকা অন্ধকারে ডুবেছে।