নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ঘণ্টাখানেকের ঝড়। তছনছ করে দিল আলিপুরদুয়ারের বিভিন্ন জায়গা। সোমবার সন্ধ্যায় এক ঘণ্টার কালবৈশাখীতে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে আলিপুরদুয়ারের এথেলবাড়ির বিস্তীর্ণ এলাকা। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি চাবাগান এলাকা। এদিন হঠাৎ বিকেলে চারদিক কালো করে আসে। দেখতে দেখতে শুরু হয় তুমুল ঝড়। চারদিক তোলপাড় করে চলে ঝড়ের তাণ্ডব। ঝড়ের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে শুরু হয় বৃষ্টি। ঝড় শুরু হতেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়। বেশ কয়েক জায়গায় বিদ্যুতের ট্রান্সফরমার ভেঙেও পড়ে। উপড়ে আসে গাছ, রাস্তার ধারে ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি।