আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হল বৃদ্ধার বাড়ি, পুনর্বাসনের আশ্বাস ক্ষীরপাই পৌরসভার

author-image
Harmeet
New Update
আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হল বৃদ্ধার বাড়ি, পুনর্বাসনের আশ্বাস ক্ষীরপাই পৌরসভার

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ আদালতের নির্দেশে ভেঙে দেওয়া হল সবজি বিক্রেতা বৃদ্ধার বাড়ি। অসহায় বৃদ্ধার পুনর্বাসনের আশ্বাস পৌরসভার। এমনই ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকায়। জানা যায় ক্ষীরপাই পৌরসভার হাটপাড়া এলাকার বাসিন্দা তারক বাহাদুর কয়েক মাস আগে আদালতের দ্বারস্থ হন। অভিযোগ,তারক বাহাদুরের জায়গা বেআইনি ভাবে জবর দখল করে আছেন যামিনী বালা মন্ডল নামে এক বৃদ্ধা। সেই জায়গা ফেরতের জন্য তারক বাহাদুর ঘাটাল মহকুমা আদালতের দ্বারস্থ হন। অবশেষে আদালতের রায়ে বেআইনি নির্মাণ ভেঙে দেওয়া হয়। এদিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন আদালতের নাজিববাবু ও চন্দ্রকোনা থানার পুলিশ। ভেঙে দেওয়া হয় যামিনী বালা মন্ডলের মাটির বাড়ি। জানা যায় তারকবাবুর পূর্ব পুরুষরা ওই যামিনী বালা মন্ডলকে তাদের জায়গাতে বাড়ি নির্মাণ করে থাকতে দিয়েছিলেন। কিন্তু তারকবাবুর পূর্ব পুরুষরা পরলোক গমন করায় বর্তমানে সেই জায়গার মালিক তিনি। তাই তারক বাহাদুর সেই জায়গা দখল নেওয়ার জন্য আদালতের দ্বারস্থ হন। যদিও বাড়ি ভেঙে দেওয়ার পর অসহায় বৃদ্ধ মহিলার পাশে দাঁড়িয়েছে ক্ষীরপাই পৌরসভা।