New Update
নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্ৰামঃ ঝাড়গ্ৰাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে ভাগ হয়ে হাতির দল লোকালয়ে তাণ্ডব শুরু করেছে। ঝড়-বৃষ্টির পরেও হাতির তাণ্ডবে নাজেহাল ঝাড়গ্রাম জেলার বাসিন্দারা। ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম,বেলিয়াবেড়া,ঝাড়গ্রাম, জামবনি থানার বিভিন্ন এলাকায় হাতির তাণ্ডব ক্রমশ বাড়ছে। ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় হাতি তাড়াতে গিয়ে হাতির হামলায় গুরুতর জখম হয়েছে হুলা পার্টির এক সদস্য। তাকে ভর্তি করা হয়েছে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় রবিবার রাতে ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি করে হাতি। যার ফলে ওই এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। সেই সঙ্গে ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে হাতি তাণ্ডব শুরু করেছে। হাতির দলটি বর্তমানে ঝাড়গ্রাম ব্লকের বন দফতরের পুকুরিয়া বিটের অন্তর্গত ধান সোলার কাটা জঙ্গলে রয়েছে। হাতি তাড়াতে গিয়ে হুলা পার্টির সদস্য কুঞ্জ সিং আহত হওয়ার ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত হুলা পার্টির সদস্য কুঞ্জ সিংয়ের বাড়ি বেলপাহাড়ি এলাকায়। সেই জন্য কি ভাবে হাতিকে অন্যত্র নিয়ে যাবে তা নিয়ে চিন্তায় পড়েছে বন দফতর । রবিবার রাতে নতুন করে সুবর্ণরেখা নদী পেরিয়ে বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকায় চৌদ্দটি হাতি ঢুকে পড়ে। যার ফলে ওই এলাকার বাসিন্দারা হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সোমবারও হাতিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়।
jambani
local people
elephant
jhargram
nayagram
west bengal
beliabera
elephant drive
injury
forest worker
elephant attack
fear
forest department