নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে গোপীবল্লভপুর ২ ব্লকের বৈগালপাড়া এলাকায় সোমবার বেলিয়াবেড়া থানার পক্ষ থেকে দুয়ারে পুলিশ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচি থেকে এলাকার সর্বস্তরের মানুষের অভাব অভিযোগের কথা শোনা হয়। সেই সঙ্গে ওই এলাকার ছোট ছোট ছেলে ও মেয়েদের হাতে কেক ও চকলেট তুলে দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলিয়াবেড়া থানার ওসি সুদীপ পালধী সহ অন্যান্য আধিকারিকরা। মানুষের কাছে এসে অভাব অভিযোগের কথা শোনায় খুশি এলাকার বাসিন্দারা। যেখানে মানুষ পুলিশ দেখে ভয়ে ছুটে পালাতো। এখন সেই পুলিশ গ্রামে গ্রামে গিয়ে দুয়ারে পুলিশ কর্মসূচির আয়োজন করেছে। সেই দুয়ারে পুলিশ কর্মসূচিতে পুলিশকে ভয় না করে শামিল হয়েছেন এলাকার সর্বস্তরের মানুষ। পুলিশের পক্ষ থেকে প্রতিটি মানুষের কাছ থেকে তাদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শোনা হয় এবং তা লিপিবদ্ধ করা হয় । সেই সঙ্গে পুলিশের পক্ষ থেকে ওই এলাকার বাসিন্দাদের জানানো হয় যে আপনাদের কোন অভাব অভিযোগ থাকলে আমাদের জানাবেন ,আমরা আপনাদের পাশে রয়েছি, আপনারা ভয় পাবেন না। এছাড়াও পুলিশের পক্ষ থেকে এলাকার দরিদ্র পরিবারগুলো সরকারি বিভিন্ন প্রকল্পের সাহায্য কি কি পেয়েছে তা বিস্তারিত ভাবে জানার চেষ্টা করা হয়। গ্রামবাসীরা পুলিশের কাছে তাদের অভাব-অভিযোগের কথা জানান। পুলিশ প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার সর্বস্তরের মানুষজন। আগামী দিনেও এই ধরনের দুয়ারে পুলিশ কর্মসূচির আয়োজন করা হবে বলে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।