নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ সোমবার বিকালে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা জঙ্গলে একটি পূর্ণবয়স্ক হাতিকে মৃত অবস্থায় দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরকে জানায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বন দফতরের আধিকারিকরা। কি করে পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বন দফতরের পক্ষ থেকে জানানো হয়। মৃত হাতিটির ময়নাতদন্ত করা হবে বলে বন দফতরের এক আধিকারিক জানান। নয়াগ্রাম ব্লকে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। ফসলের যেমন ক্ষতি করছে হাতির দল তেমনি ঘরবাড়ির ক্ষতি করছে। সেই সঙ্গে হাতির হামলায় প্রাণহানির ঘটনা ঘটছে। তা সত্ত্বেও ওই এলাকার বাসিন্দারা হাতিকে দেবতা রূপে পূজা করে। তাই হাতির মৃত্যুর ঘটনা তারা মন থেকে মেনে নিতে পারছেন না। সেই জন্য মৃত হাতিটিকে দেখার জন্য প্রচুর মানুষ ভিড় জমায়। মৃত হাতির গলায় ফুলের মালা দিয়ে, ধূপ জ্বালিয়ে ওই এলাকার বাসিন্দারা শ্রদ্ধা জানায়। নয়াগ্রাম ব্লকের ৫০ টিরও বেশি হাতি দাপিয়ে বেড়াচ্ছে। যার ফলে নয়াগ্রামের জঙ্গল লাগোয়া গ্রামগুলোর বাসিন্দারা আতঙ্কে রয়েছেন। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জঙ্গলের রাস্তা দিয়ে চলাচল করতে নিষেধ করা হয়েছে। হাতির মৃত্যুর ঘটনার পর ওই এলাকায় হাতির দল তাণ্ডব চালাতে বলে আশঙ্কা করছেন ওই এলাকার বাসিন্দারা। হাতির হামলার আশঙ্কায় নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছেন বলে জানান।