নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের উদ্বোধন করলেন মেয়র

author-image
Harmeet
New Update
নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণের উদ্বোধন করলেন মেয়র

হরি ঘোষ, দুর্গাপুর : দীর্ঘদিনের আশাপূরন। দুর্গাপুরের প্রানকেন্দ্র সিটি সেন্টারে ২২ নং ওয়ার্ডের বেঙ্গল অম্বুজার নিকাশি সমস্যা দীর্ঘদিনের। অবশেষে প্রায় ৯৮ লক্ষ টাকা ব্যায় করে নিকাশির ব্যাবস্থার আধুনিকীকরণ করতে উদ্যোগী হল দুর্গাপুর নগর নিগম। সোমবার বেঙ্গল অম্বুজায় নারকেল ফাটিয়ে নিকাশি আধুনিকীরণের উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগম মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন মেয়র পারিষদ (পূর্ত) প্রভাত চ্যাটার্জি, ডেপুটি মেয়র অমিতাভ বন্দ্যোপাধ্যায় সহ অন্যরা। দীর্ঘদিন এলাকায় নিকাশি ব্যবস্থা বেহাল থাকায় দুর্গন্ধে পরিবেশ দূষিত হচ্ছিল।



 
দীর্ঘদিন এলাকাবাসীদের দাবি ছিল, নিকাশি আধুনিকীকরণের। অবশেষে এলাকাবাসীদের দাবি মেনে আধুনিকীকরণের প্রক্রিয়া শুরু হল। ইতিমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরপর বেহাল রাস্তা মেরামমতির কাজও শুরু হবে বলে জানান মেয়র অনিন্দিতা মুখার্জি।