সাফাইয়ের দাবিতে বিক্ষোভ আবাসিকদের

author-image
Harmeet
New Update
সাফাইয়ের দাবিতে বিক্ষোভ আবাসিকদের

নিজস্ব প্রতিনিধি, অন্ডাল : দীর্ঘদিন আবাসন এলাকায় হয়নি সাফাইয়ের কাজ। আবর্জনায় ভরে রয়েছে গোটা এলাকা । সোমবার সাফাইয়ের দাবিতে কাজোরা এরিয়া অফিসে বিক্ষোভ দেখালেন আবাসিক-রা।
কাজোরা এরিয়ার লছিপুর খনি আবাসন এলাকায় বসবাস করেন প্রায় ২০০ টি খনি কর্মীর পরিবার। আবাসন এলাকায় দীর্ঘদিন সাফাইয়ের কাজ হয়নি বলে অভিযোগ আবাসিকদের একাংশের। যেখানে সেখানে জমে রয়েছে আবর্জনা। ড্রেনে উপচে পড়ছে নোংরা জল। এলাকায় ছড়াচ্ছে দূষণ। বেড়েছে মশা, মাছির উপদ্রব। দ্রুত সাফাইয়ের কাজ না হলে জমা আবর্জনা থেকে এলাকায় সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা আবাসিকদের। এছাড়াও এলাকায় রয়েছে পানীয় জলের সমস্যাও। বিষয়টি খনি কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ আবাসিকদের। সোমবার কাজোরা এরিয়া অফিসে সফাই ও পানীয় জলের দাবিতে বিক্ষোভ দেখায় আবাসিকে-রা। বেলা বারোটা থেকে বিক্ষোভ চলে একটা পর্যন্ত । সমস্যা সমাধানে কর্তৃপক্ষের আশ্বাসে পরে উঠে যায় বিক্ষোভ।