মুক্তি পেতে চলেছে 'ইস্কাবন'

author-image
Harmeet
New Update
মুক্তি পেতে চলেছে 'ইস্কাবন'

নিজস্ব প্রতিনিধি - জঙ্গলমহলের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে গড়ে উঠেছে মন্দীপ সাহার ছবি 'ইস্কাবন'।ছবিটি আগামী ১৭ তারিখ মুক্তি পেতে চলেছে। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌরভ দাস,অনামিকা চক্রবর্তী ও সঞ্জু।পরিচালকের পরিচালনায় এটিই প্রথম ছবি।ছবিটি মাওবাদী ও তাদের রাজনীতির গল্প বলবে।তার সঙ্গে ছবি সিংহভাগ জুড়ে রয়েছে প্রেমের গল্প।কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার,এবং তা দেখেই ছবির অংশ আঁচ করা যায়।