নিজস্ব সংবাদদাতাঃ কচ্ছপ পৃথিবীর পরিবেশগত নকশায় এক গুরুত্বপূর্ণ ভূমীকা পালন করে। তবে ক্রমশ পৃথিবী থেকে এই প্রাণীটির অস্তিত্ব অবলুপ্তির পথে। তাই পৃথিবীতে এই প্রাণীদের গুরুত্ব স্বীকার করার জন্য, ২৩ মে বিশ্ব কচ্ছপ দিবস পালিত হয়। ২০২২ সালে বিশ্ব কচ্ছপ দিবসের প্রতিপাদ্য বা 'থিম' হচ্ছে “শেলেব্রেট”। এই থিমটি "সবাইকে কচ্ছপদের ভালোবাসতে এবং বাঁচাতে" বলে।
আমেরিকান কচ্ছপ রেসকিউ (এটিআর) ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি ২০০১ সালে বিশ্ব কচ্ছপ দিবস পালন শুরু করে ৷ এটি ২২তম আন্তর্জাতিক বিশ্ব কচ্ছপ দিবস যা তারা উদযাপন করছে ৷ সংস্থাটি, সুসান টেলেম এবং তার স্বামী মার্শাল থম্পসন দ্বারা প্রতিষ্ঠিত। আজ পর্যন্ত এরা ৪,০০০ এরও বেশি কচ্ছপকে উদ্ধার করেছে এবং পুনরায় আশ্রয় দিয়েছে।