নিজস্ব সংবাদদাতাঃ লোকায়ুক্ত নিয়োগ নিয়ে নবান্নের বৈঠকে যোগ দিচ্ছেন না শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা ট্যুইটারে নিজেই জানিয়েছেন সেই সিদ্ধান্তর কথা। বিরোধী দলনেতার অভিযোগ, এ বিষয়ে রাজ্য সরকারের সহযোগিতা তিনি পাননি। সেইসঙ্গে শুভেন্দু অধিকারীর অভিযোগ, লোকায়ুক্ত নিয়োগ নিয়ে রাজ্যপালের পরামর্শও মানেনি রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী ট্যুইটে লিখেছেন, 'লোকায়ুক্ত, রাজ্যের তথ্য কমিশনার ও রাজ্য মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ সংক্রান্ত বৈঠকে যোগ দিতে নবান্নে যাচ্ছি না। রাজ্য সরকারের তরফে এ ব্যাপারে চূড়ান্ত অসহযোগিতা পেয়েছি। মহমান্য রাজ্যপালের পরামর্শও মানেনি রাজ্য সরকার।'