নিজস্ব সংবাদদাতাঃ লেক ক্লাব দুর্ঘটনার ২ দিন কেটে গেলেও নিহত দুই জনের পরিবারের সদস্য ও বন্ধুদের মতে এখনও পর্যন্ত ক্লাবের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। পুষান সাধুখান এবং সৌর্যদীপ চ্যাটার্জীর মৃত্যুতে লেক ক্লাব কর্তৃপক্ষের অবহেলাপূর্ণ মনোভাবই স্পষ্ট হয়েছে। তারপরেও লেক ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়া হওয়ায় হাতশ হয়েছে মৃতদের পরিবারের সদস্যরা। ঝড়ের কবলে পুষান ও সৌর্যদীপ যখন পরে, তখন তাদের কাছে ছিলনা ফলো বোট। যার ফলে পুষান এবং সৌর্যদীপ ডুবে যায়। তবে তাদের অন্য সঙ্গীরা নিজেদের বাঁচাতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আবহাওয়া দফতরের তরফে পূর্বেই শনিবার সন্ধ্যায় একটি বজ্রঝড়ের সতর্কতা দেওয়া হয়েছিল। কলকাতা আবহাওয়া অফিস জানায়, বিকেল ৩ টের পর থেকে পরিস্থিতি মেঘাচ্ছন্ন এবং মেঘলা ছিল। এই ধরনের আবহাওয়ার পরিস্থিতিতে কোনও বোটকে জলে প্রবেশ করতে দেওয়া উচিত হয়নি বলেই বিশেষজ্ঞরাও দাবি করছেন। মৃত ছাত্রদের পরিবারের সদস্যরা এবং বন্ধুরা জানিয়েছেন, এই ধরনের ঘটনার জন্য সেদিন কোনও নিরাপত্তা সতর্কতা বা ব্যাক আপ রেসকিউ ছিলনা লেক ক্লাবে। তবে পুলিশের দাবি এখনও পর্যন্ত কেউ অভিযোগ না করায় তারা মামলা শুরু করেনি। তবে প্রশ্ন থেকেই যাচ্ছে, “প্রভাবশালী ব্যক্তিরা কি লেক ক্লাব কর্তৃপক্ষকে রক্ষা করার চেষ্টা করছেন?”