হরি ঘোষ, জামুরিয়াঃ ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ স্থানীয়দের। রবিবার তিনটে নাগাদ জামুরিয়ার চিচুড়বিল গ্রামের প্রায় শতাধিক বাসিন্দারা জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া আউটপোস্টে বিক্ষোভ দেখান। পুলিশ সূত্রে খবর গতকাল বিকাল পাঁচটা নাগাদ চুরুলিয়া হেল্থ সেন্টারের কাছে একটি বাইককে পিছন দিক থেকে ধাক্কা মারে একটি ট্র্যাক্টর। এরফলে বাইকে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। সূত্রের খবর, আহতদের নাম বান্টি বাউরী, অংকুর মন্ডল এবং গৌরব মন্ডল। ঘটনাস্থলে পুলিশ এসে আহতদেরকে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়। পুলিশ সূত্রে খবর হাসপাতালে বান্টি বাউরি নামক এক যুবকের মৃত্যু হয়। ময়নাতদন্ত হওয়ার পর রবিবার বিকাল তিনটে নাগাদ বান্টি বাউরীর পরিবার ও স্থানীয় লোকজন ক্ষতিপূরণ ও দোষীকে গ্রেফতারের দাবিতে দেহ নিয়ে চুরুলিয়া আউটপোস্টে দীর্ঘক্ষন বিক্ষোভ দেখান। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ উঠিয়ে নেন স্থানীয়রা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় চুরুলিয়া আউটপোস্ট এলাকায়।