টেনিসের মাঠেও ইতালির বিপ্লব

author-image
Harmeet
New Update
টেনিসের মাঠেও ইতালির বিপ্লব

​নিজস্ব সংবাদদাতাঃ ইউরোর ফাইনালে উঠেছে ইতালি। এবার ফুটবলের পাশাপাশি টেনিসেও ইতালি বিপ্লব। উইম্বলডনের ফাইনালে পৌঁছে গেলেন ইতালির মাত্তেও বেরেত্তিনি। এই প্রথম বার গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ইতালিয়ান টেনিস তারকা বেরেত্তিনি। রবিবার একদিকে ওয়েম্বলিতে ইউরো ফাইনাল খেলতে নামবে ইতালি। তার থেকে ঠিক কিছু দূরেই উইম্বলডন ফাইনালেও ইতিহাস তৈরি করার জন্য নামবেন বেরেত্তিনি। উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে ২০টি গ্র্যান্ড স্লামজয়ী রজার ফেডেরারকে স্ট্রেট সেটে হারানো হুবার্ট হুরক্যাজকে হারিয়ে এদিন ইতিহাস গড়লেন বেরেত্তিনি। প্রথম ইতালিয়ান টেনিস প্লেয়ার হিসেবে উইম্বলডনের ফাইনাল খেলতে চলেছেন তিনি।শুক্রবার সেন্টার কোর্টে সেমিফাইনাল ম্যাচে বেরেত্তিনি চার সেটের লড়াইয়ে হারালেন হুরক্যাজকে। ম্যাচের ফলাফল ৬-৩, ৬-০, ৬-৭ (৩-৭), ৬-৪। ম্যাচ টাই ব্রেকারে গড়ালেও শেষ হাসি ফোটে বেরেত্তিনির মুখে।