আম কুড়োতে গিয়ে দাসপুরে জলে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

author-image
Harmeet
New Update
আম কুড়োতে গিয়ে দাসপুরে জলে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দিগ্বিজয় মাহালিঃ পাঁচ সাতটা শিশুর মত সেও থাকত আনন্দে, কিন্তু বিধির লিখনে অকালে তাকেও ছেড়ে চলে যেতে হলো। কোল খালি করে গেল বাবা-মায়ের। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জানা গিয়েছে, দাসপুর থানার শৈলান গ্রামের তাপস মালিকের পুত্র জিৎ মালিক বিকেলে ভাই ও বোনদের সঙ্গে খেলতে খেলতে আম কুড়োতে যায় পাড়ার বাগানে। হঠাৎই বাগানের একটি পুকুর ধারে গিয়ে পা পিছলে জলে ডুবে তলিয়ে যায় সে। ঘটনা শুনে সেখানে ছুটে যায় বাবা ও মা এবং প্রতিবেশিরা। তবে ততক্ষণে সবশেষ, মৃত্যু হয় জিৎ এর। জিৎ প্রি প্রাইমারিতে পড়াশোনা করতো। গত পরশু তিব্র ঝড়ে প্রতিবেশীদের বাগানের আম গাছ থেকে প্রচুর আম পড়ে। আর সেই আম কুড়োতে গিয়েই এই ঘটনা ঘটে। ঘটনা শুনে দাসপুর থানার পুলিশ এসে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় দেহটি।