করোনা নেগেটিভ হলেই রথ টানতে পারবেন সেবায়েতরা

author-image
Harmeet
New Update
করোনা নেগেটিভ হলেই রথ টানতে পারবেন সেবায়েতরা

​নিজস্ব সংবাদদাতা ঃ গত বছরের মতো এবারও ভক্তশূন্য থাকছে পুরীর রথযাত্রা। করোনা আবহে জারি থাকছে বেশ কিছু বিধিনিষেধ। আগামী ১২ জুলাই রথযাত্রা। গতবারের মতো এবারও পুরীতে রথ টানবেন শুধু সেবায়েত ও পূজারিরা। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হলে তবেই রথ টানতে পারবেন তাঁরা।রথযাত্রায় অংশ নেবেন ৩ হাজার সেবায়েত ও ১ হাজার কর্মী। অংশ নেওয়ার জন্য প্রত্যেকের আরটি-পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট ও ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। ৮ জুলাই থেকে পুরীর চারটি জায়গায় চলছে আরটি-পিসিআর টেস্ট।পুরী জগন্নাথ মন্দিরের প্রশাসক অজয় জেনা বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশানুসারে এবং ওড়িশা সরকারের জারি করা নিষেধাজ্ঞা অনুযায়ী, গত বছরের মতো এবছরও ভক্তহীন থাকছে পুরীর রথযাত্রা। এবছর কোনও ভক্ত রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবেন না।