নিজস্ব সংবাদদাতাঃ মাঙ্কিপক্স কি করোনাভাইরাস মহামারির মতোই ভয়ানক হয়ে উঠবে? ফের কি গোটা বিশ্ব থমকে যাবে, আটকে যাবে কোয়ারেন্টাইনের বেড়াজালে? এখনও পরিস্থিতি সেই পর্যায়ে না পৌঁছালেও, এমনটা ঘটা অসম্ভব কিছু নয়। রবিবার, বিশ্বের ১৪ টি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাল রোগ। যুক্তরাজ্যে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় রবিবার, ‘মাঙ্কিপক্স’ সংক্রমণ মোকাবিলায় ২১ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইন বিধি জারি করল বেলজিয়াম। সেই দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ এদিন ঘোষণা করেছে, ‘যারা এই ভাইরাসে সংক্রামিত হবে, তাদের তিন সপ্তাহের জন্য নিভৃতবাসে থাকতে হবে’।