নিজস্ব সংবাদদাতাঃ বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশিত হয়েছিল, যাতে বলা হয়েছিল কুতুব মিনার চত্বরে খনন কার্য হতে পারে। কিন্তু সেই দাবি রবিবার খারিজ করে দিয়েছে সংস্কৃতি মন্ত্রক। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কে রে়ড্ডি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সেই সঙ্গে সংবাদ মাধ্যমে প্রকাশিত খনন কার্য সংক্রান্ত ওই প্রতিবেদনগুলোকেও ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, রবিবার সূত্রের দাবি উদ্ধৃত করে বেশ কিছু সংবাদ মাধ্যম উল্লেখ করেছিল, কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক কুতুব মিনারে মূর্তির আইকনোগ্রাফির জন্য নির্দেশ দিয়েছে এবং এর জন্য খননকার্য শুরু হবে। এমনকী এমনও গুজব ছড়িয়েছিল যে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এই খননের কাজ চালাবে এবং সংস্কৃতি মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবে। সেই সমস্ত দাবি খারিজ করে দিয়েছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক।