নিজস্ব সংবাদদাতাঃ এবারের আইপিএলের মেগা ফাইনালের সব টিকিট বিক্রি হয়ে গেল। মেগা ইভেন্টের এক লক্ষাধিক টিকিট মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। তার মানে আগামী ২৯ মে, রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একেবারে হাউস ফুল গ্যালারিতে আয়োজিত হবে এবারের আইপিএল ফাইনাল। এবার আইপিএলের মেগা ফাইনালের আগে হবে জমকালো সমাপ্তি অনুষ্ঠান। যে কারণে সন্ধ্যা সাড়ে সাতটার পরিবর্তে রাত ৮টা থেকে শুরু হবে ফাইনাল খেলা। গুজরাট টাইটান্স লিগের পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে প্লে অফে উঠেছে। মঙ্গলবার ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসকে হারালেই মোদী স্টেডিয়ামে ফাইনালে হোম টিমকে খেলতে দেখা যাবে। ফলে টিকিটের চাহিদা আরও তুঙ্গে থাকল। ফাইনালের আগে ২৭ মে, কোয়ালিফায়ার টু-ম্যাচও মোদী স্টেডিয়ামে। আগেই জানা গিয়েছিল, দর্শকাসনে ১০০ শতাংশ মানুষকে বসানো যাবে। আগামী ২৪ মে, মঙ্গলবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে শুরু হবে প্লে অফের প্রথম দুটি খেলা। প্লে অফে খেলবে গুজরাট টাইটান্স, রাজস্থান রয়্যালস, লখনউ সুপার জায়েন্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২৪ মে, ইডেনে কোয়ালিফায়ার ওয়ানে খেলবে লিগ পর্যায়ে প্রথম দুটি স্থানে থাকা গুজরাট-রাজস্থান। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। আর পরাজিত দল খেলবে কোয়ালিফায়ার টু-তে ২৭ মে, শুক্রবার। ২৫ মে, বুধবার এলিমেনটরে খেলবে লখনউ-বেঙ্গালুরু। এই ম্যাচে যারা হারবে তারা বিদায় নেবে। আর যে দল বা ফ্র্যাঞ্চাইজি জিতবে তারা উঠবে কোয়লিফায়ার টু-তে।