নিজস্ব সংবাদদাতা : জাতীয় রাজনীতিতে পা রাখছেন প্রাক্তন ক্রিকেটার কপিল দেব? এ নিয়ে বিস্তর জল্পনা তৈরি হলেও নিজেই বিষয়টি খোলসা করে দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন কোচ। রাজনীতিতে আসার গুজব অস্বীকার করে তিনি জানিয়েছেন, যেভাবে মানুষ ভুয়ো খবর ছড়াচ্ছে তাতে তিনি রীতিমতো হতাশ। তার কথায়, "আমি এইমাত্র একটি রাজনৈতিক দলে যোগ দেওয়ার খবর পেয়েছি। এটা সম্পূর্ণ অসত্য। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। লোকেরা মিথ্যা খবর ছড়ানোয় আমি খুবই হতাশ। নিশ্চিন্ত থাকুন, যদি আমি কখনও এমন সিদ্ধান্ত গ্রহণ করি, এত বড় পদক্ষেপের কথা আমি প্রকাশ্যে ঘোষণা করব।” এর আগে ২০০৯ সালে, কপিল প্রকাশ করেছিলেন যে প্রতিটি রাজনৈতিক দলই তার সাথে যোগাযোগ করেছে। তিনি বলেছিলেন, "আমার কাছে প্রতিটি দলই যোগাযোগ করেছে। কিন্তু আমি এই সময়ে রাজনীতি নিয়ে ভাবছি না। যদিও আমি সবসময় চাই ভালো মানুষ রাজনীতিতে আসুক।"