নিজস্ব সংবাদদাতা : পেট্রোল এবং ডিজেলের উপর কেন্দ্রের আবগারি শুল্ক কমানোর বিষয়ে বিরোধীদের পাল্টা জবাব দিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাফ জানিয়ে দিলেন যে পেট্রোল, ডিজেল আবগারি শুল্ক কমানোর বোঝা সম্পূর্ণভাবে কেন্দ্র বহন করবে। রবিবার একের পর এক টুইট বার্তায় তিনি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরে বলেন, 'মৌলিক আবগারি শুল্ক (BED), বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (SAED), সড়ক ও অবকাঠামো উপকর (RIC) এবং কৃষি ও পরিকাঠামো উন্নয়ন উপকর (AIDC) একত্রে পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক তৈরি করে। যদিও বেসিক ED রাজ্যগুলির সাথে ভাগ করা যায়, SAED, RIC এবং AIDC ভাগ করা যায় না। পেট্রোলে প্রতি লিটারে ৮ টাকা এবং ডিজেলে প্রতি লিটার ৬ টাকা আবগারি শুল্ক হ্রাস (আজ থেকে কার্যকর) সম্পূর্ণভাবে সড়ক ও অবকাঠামো সেস (RIC) এ করা হয়েছে। গত বছরের নভেম্বরে ঘোষিত আবগারি শুল্কের শেষ হ্রাসটিও সম্পূর্ণরূপে আরআইসি-তে করা হয়েছিল।'