নিজস্ব সংবাদদাতা : চারধাম যাত্রায় ৫৭ জন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছেন বলে রবিবার নিশ্চিত করলো সরকার। আরও হতাহতের ঘটনা এড়াতে যাতায়াতের রুটে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। ডিজি হেলথ ডাঃ শৈলজা ভাট বলেছেন, "চারধাম যাত্রা ২০২২ সালের ৩ মে শুরু হওয়ার পর থেকে ৫৭ জন তীর্থযাত্রী মারা গেছেন। যাত্রা ভ্রমণের রুটে তীর্থযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।"ইতিমধ্যে, দেশ ও বিদেশ থেকে প্রায় আট লাখ তীর্থযাত্রী এ পর্যন্ত চারধাম যাত্রা করেছেন, উত্তরাখণ্ডের বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর মন্দির পরিদর্শন করেছেন, এবং আরও লক্ষাধিক তীর্থযাত্রার জন্য নিবন্ধন করেছেন।