নিজস্ব সংবাদদাতা : কেন্দ্র পেট্রোল এবং ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর ঘোষণার একদিন পর 'মানুষকে বোকা বানানো বন্ধ করুন' বলে সুর চড়ালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, এক্সাইজ ডিউটি কমানোয় কংগ্রেস সন্তুষ্ট নয় এবং দেশের সাধারণ মানুষকে 'প্রকৃত স্বস্তি' দেওয়ার জন্য আরও শুল্ক কমানো উচিত। গত তিন বছরে জ্বালানির দাম এবং বৃদ্ধির তথ্য তুলে ধরেছেন রাহুল। তার পোস্ট করা তথ্য অনুসারে, ২০২০-র ২১ মে জ্বালানির দাম ছিল ৬৯ টাকা, যা চলতি বছরের একই তারিখে ১০৫.০৪ টাকা হয়েছে।