নিজস্ব সংবাদদাতা : অরুণাচল প্রদেশ থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে একহাত নিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীকে অবশ্যই তার "ইতালীয় চশমা" বের করতে হবে। নয়তো তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কর্তৃক উন্নয়নগুলি দেখতে পারবেন না। অরুণাচলে দ্বিতীয় দিনের কর্মসূচি থেকে শাহ আরও বলেন, “কংগ্রেস নেতারা জিজ্ঞাসা করেন আট বছরে কী হয়েছে, এই লোকেরা চোখ বন্ধ করে জেগে আছে। রাহুল বাবাকে অবশ্যই তার ইতালীয় চশমা বের করতে হবে এবং প্রধানমন্ত্রী মোদী এবং সিএম পেমা খান্ডুর উন্নয়নমূলক কাজগুলি অবশ্যই দেখতে হবে।”